দেশ

উত্তরপ্রদেশের বালিয়ায় নৌকাডুবি, মৃত ৪

উত্তরপ্রদেশের বালিয়ায় বড়সড় নৌকাডুবির দুর্ঘটনা ঘটল সকাল সকাল। দুর্ঘটনাটি ঘটেছে মালদেপুর গঙ্গাঘাটের কাছে। লাইভ হিন্দুস্তানের রিপোর্টে বলা হচ্ছে, নৌকায় চড়ে ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতেই সেই নৌকায় চেপেছিলেন প্রায় ৪০ জন। অত্যাধিক সংখ্যক যাত্রী নৌকায় চেপে বসার কারণেই এই দুর্ঘটনা বলে মনে করা হচ্ছে। নৌকাটি উলটে যাওয়ার পর নৌকার যাত্রীরা গভীর জলে ডুবে যেতে থাকেন। খবর পেয়েই স্থানীয় প্রশাসন এবং উদ্ধারকারী দল পৌঁছায় সেখানে। এখনও পর্যন্ত যাদের উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে অন্তত ৪ জনের মৃত্যু হয়েছে। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এখনও অনেকেই গভীর নদীতে নিখোঁজ বলে জানা যাচ্ছে। জানা যায়, নৌকা উলটে যাওয়ার পর লোকজনকে ডুবতে দেখে তীরে থাকা কয়েকজন ডুবুরি তৎক্ষণাৎ নদীতে ঝাঁপ দেন। অনেককেই উদ্ধার করেন তাঁরা। নৌকায় থাকা বেশিরভাগ মানুষকেই উদ্ধার করা হয়েছে বলে দাবি করা হচ্ছে। উদ্ধার হওয়া চারজনের মৃত্যু হয়েছে। অন্যদেরকেও সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। খবর পেয়ে প্রশাসনিক কর্তা ও পুলিশ, উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছয়। স্থানীয় প্রশাসনের শীর্ষ কর্তারা উপস্থিত রয়েছেন দুর্ঘটনাস্থলে।