কলকাতা

সল্টলেকে গেস্ট হাউস থেকে উদ্ধার যুবকের দেহ, বিবস্ত্র অবস্থায় উদ্ধার বান্ধবী

 সল্টলেকের গেস্ট হাউস থেকে উদ্ধার লিভ ইন পার্টনারের মৃতদেহ। মৃত্যু ঘিরে ঘনীভূত হয়েছে রহস্য। বিবস্ত্র প্রেমিকার পাশে গলায় ওড়নার ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার হয় যুবকের নিথর দেহ। অভিযোগ, গত দু মাস ধরে ভুয়ো নামে একই গেস্ট হাউসে থাকছিল ওই যুগল। জানা গিয়েছে, বিধাননগর দক্ষিণ থানা অন্তর্গত একটি গেস্ট হাউস থেকে পুলিশের কাছে গতকাল রাতে ফোন আসে যে তাদের একটি রুমের মধ্যে থেকে প্রচণ্ড চিৎকার হচ্ছে যার জন্যে অন্য গেস্টদের সমস্যার সন্মুখীন হতে হচ্ছে। অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। পুলিশ গিয়ে দরজায় ধাক্কা দিতেই ভিতর থেকে বিবস্ত্র ও মত্ত অবস্থায় দরজা খুলে দেয় এক যুবতী। পুলিশ ঘরে প্রবেশ করে দেখতে পায় ওই যুবকের গলায় ওড়না দিয়ে ফাঁস লাগানো অবস্থা নিথর পরে রয়েছে। তড়িঘড়ি যুবককে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। যুবতীকে

সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তারা জানিয়েছে, ঘটনার আগে দু’পক্ষের মধ্যে ধস্তাধস্তি হয়েছে। তার জেরেই সম্ভবত রনির বান্ধবীর হাতের একটি জয়েন্ট ডিসলোকেট হয়ে যায়। বুধবার সন্ধ্যায় যে পুরুষবন্ধু এসেছিলেন, তাঁকে আটক করে জেরা করছে পুলিস। বাড়ির ভিতরে মিলেছে প্রচুর মদের বোতলও। ঘটনার পিছনে ত্রিকোণ প্রেমের গল্প রয়েছে কি না, সেটাও খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ সূত্রে খবর, দুই মাস আগে ওই গেস্ট হাউসে এই রুমটি বুক করা হয় নির্ঝর চৌধুরী নামে। সেই সময় থেকেই এই রুমে পুরুলিয়ার বাসিন্দা রনি দত্ত এবং তার প্রেমিকা অনুশীলা চৌধুরী বসবাস করতেন। গতকাল এই যুগলের মধ্যে বচসা হয় এবং মারধরের ঘটনা ঘটে বলেও পুলিশ সূত্রে খবর। ওই যুবতীর দেহে এবং যুবকের দেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে বলে পুলিশ সূত্রে খবর। যুবতীকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার যুবকের দেহটিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।