জেলা

ক্লাস চলাকালীন বোমা বিস্ফোরণে উড়ে গেল স্কুলের ছাদের অংশ, আতঙ্কে শিক্ষক-শিক্ষিকা ও পড়ুয়ারা

ক্লাস চলাকালীন স্কুলে আচমকা বোমা বিস্ফোরণ। ঘটনাটি ঘটেছে টিটাগড়ের স্টেশন সংলগ্ন ফ্রি ইন্ডিয়া হাইস্কুলে । শনিবার বেলা ১১.৩০টা নাগাদ ক্লাস চলছিল সাউথ স্টেশন রোডের ফ্রি ইন্ডিয়া হাই স্কুলে । আচমকাই স্কুলের ছাদে বিস্ফোরণ হয় ৷ বিকট আওয়াজের তীব্রতায় হুড়োহুড়ি পড়ে যায় পড়ুয়াদের মধ্যে । আতঙ্ক ছড়িয়ে পড়ে শিক্ষক-শিক্ষিকাদের মধ্যেও । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে টিটাগড় থানার পুলিশ বাহিনী । জানা গিয়েছে, বিস্ফোরণ হওয়ার খানিক পরেই ছিল টিফিন পিরিয়ড ৷ ফলে সে সময় বিস্ফোরণ হলে ভয়াবহতা আরও বাড়ত ৷ ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়।