ভয়াবহ বোমা বিস্ফোরণে কেঁপে উঠল কাবুল স্টেডিয়াম। টি-টোয়েন্টি ম্যাচ চলাকালীন ফিদায়েঁ হামলায় ছড়াল তীব্র আতঙ্ক। দিশেহারা ভাবে এদিক সেদিক ছুটতে শুরু করলেন স্টেডিয়ামে উপস্থিত দর্শকরা। মাঠ ছেড়ে বাঙ্কারের দিকে দৌড় দিলেন ক্রিকেটাররাও। জানা গিয়েছে, শুক্রবার কাবুল স্টেডিয়ামে চলছিল পাগিজা টি-২০ ক্রিকেট লিগ । প্রতি বছরই এই টুর্নামেন্টের আয়োজন করে আফগানিস্তান ক্রিকেট বোর্ড । এদিন ব্যান্ড-ই-আমির ড্রাগন্সের মুখোমুখি হয়েছিল পামির জালমি। স্টেডিয়ামে উপস্থিত ছিলেন রাষ্ট্রসংঘের প্রতিনিধিরাও। সেই ম্যাচ চলাকালীনই আচমকা আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটে। জানানো হয়েছে, গ্যালারির একটি স্ট্যান্ডে আইইডি বিস্ফোরণ ঘটানো হয়। এই হামলায় অন্তত ৯ জন আহত হলেও কোনও প্রাণহানি ঘটেনি। গোটা ঘটনার ভিডিও মুহূর্তে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।