এলাকায় বোমাবাজি, ২ তৃণমূল নেতা ও কর্মীর মৃত্যু এবং ১ জন গুরুতর আহত হওয়ার ঘটনায় এলাকা জুড়ে ছড়িয়ে ছিল চাঞ্চল্য। অভিযুক্তের তালিকায় নাম রয়েছে কংগ্রেস কর্মী সুজাউদ্দিনের। তাঁর বাড়িতেই মিলেছে একাধিক ব্যাগ ভর্তি তাজা বোমা। গত শনিবারে বীরভূম জেলার রামপুরহাটের মাড়গ্রামের ধুলফেলা গ্রাম উত্তপ্ত হয়ে উঠেছিল। মাড়গ্রাম-১ গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান ভুট্টো শেখ। ওই তৃণমূল নেতার ভাই লাল্টু শেখ, সুজাউদ্দিন এবং লাল্টুর বন্ধু নিউটন শেখকে লক্ষ্য করে বোমাবাজি করা হয়। তারপরে শাবল ও ভারী বস্তু দিয়ে বেধড়ক মারধর করা হয়। গুরুতর আহত ৩ জনকে উদ্ধার করে এসএসকেএমে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় নিউটনের। এসএসকেএমে চিকিৎসাধীন থাকাকালীন মৃত্যু হয় তৃণমূল নেতার ভাই লাল্টুর। অভিযোগ করা হয় স্থানীয় কংগ্রেস নেতা সুজাউদ্দিন এবং তাঁর ছেলে শেখ বাপি ও শেখ লাকির বিরুদ্ধে। পুলিশ গ্রেফতার করে ওই তিনজনকে। তাঁদের লাগাতার জেরা করা হচ্ছে। পুলিশ তল্লাশি চালিয়েছিল অভিযুক্ত কংগ্রেস নেতার বাড়িতে। সেখানেই একটি লেবু গাছের তলা থেকে পুলিশ উদ্ধার করেছে ৩ ব্যাগ তাজা বোমা।