Posted onAuthorবঙ্গনিউজComments Off on দিল্লির দুই স্কুলে বোমাতঙ্ক, চলছে তল্লাশি
দিল্লির চাণক্যপুরীর নেভি চিলড্রেন স্কুল এবং দ্বারকা এলাকার সিআরপিএফ পাবলিক স্কুলে ফোন করে বোমা রাখার হুমকি দেওয়া হয় বলে খবর। পৌঁছে গিয়েছে পুলিশ ও বম্ব স্কোয়াড। চলছে তল্লাশি।