জেলা

জগদ্দলে বিয়ে বাড়িতে মাইক বাজানো ঘিরে বচসা, বোমাবাজিতে জখম ৪, তল্লাশিতে উদ্ধার বোমা

বিয়ে বাড়িতে মাইক বাজানো ঘিরে বচসা। এরপরই চলে বোমাবাজি। ঘটনায় আহত হন ৪ জন।বোমাবাজির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে জগদ্দলে। বিয়েবাড়িতে বোমাবাজির অভিযোগ পেয়ে তদন্তে নেমেছে পুলিশ। চলছে টানা তল্লাশি। পুলিশ সূত্রে খবর, ২টি তাজা বোমা উদ্ধার করা হয়েছে। উদ্ধারকার্যের সময় ১টি বোমা ফেটে যায়। এই ঘটনায় এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলেন এসডিপিও মনীশ জোশী। জারি আছে তল্লাশি। জানা গিয়েছে, মোমিনপাড়া এলাকার বাসিন্দা সুরেশ মাহাতো। তাঁর বাড়িতেই ছিল বিয়ের অনুষ্ঠান। বাজছিল মাইক। তাই নিয়ে সুরেশদের পরিবারের সঙ্গে বচসা হয়েছিল এলাকারই বাসিন্দা আশিক খানের। সেই বচসা থেকে বাধে হাতাহাতি। তারপর শুরু হয় ধস্তাধস্তি। এরপর সবকিছু ঠিক হয়ে গেলেও। তাঁর কিছুক্ষণ পরে বিয়েবাড়ির স্থলে ফিরে আসে আশিক। অভিযোগ, এরপর হঠাৎ করে শুরু করে বোমাবাজি। বোমার আঘাতে বেশ কয়েকজন আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে স্থানীয় হাসপাতালে। বোমাবাজির পরে স্থানীয়রা বিক্ষোভও দেখান এলাকায়।  হাসপাতাল সূত্রে খবর, আহতদের গলা-পায়ে ঢুকে গিয়েছে বোমার স্প্লিন্টার। আহতরা স্থিতিশীল। তবে মৃত্যুর  কোনও খবর নেই। এরপরেই ঘটনার তদন্তে নামে পুলিশ। স্থানীয় থানা সূত্রে খবর, তল্লাশি জারি আছে। অভিযুক্তদের খোঁজ চালাচ্ছে পুলিশ।