দেশ

আজও পেগাসাস ইস্যুতে বিরোধীদের বিক্ষোভে উত্তপ্ত সংসদ

পেগাসাস ইস্যুতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সুর নরম করার কোনও লক্ষণ নেই বিরোধীদের ৷ আজ এই ইস্যুতে উত্তাল হল সংসদ ৷ অধিবেশন শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই মুলতুবি হয়ে গেল লোকসভা ও রাজ্যসভা ৷ প্রথমে মুলতুবি হয় রাজ্যসভা ৷ আবার বেলা ১২টায় অধিবেশন শুরু হওয়ার কথা ৷ লোকসভাও বেলা ১১টা ৪৫ মিনিট পর্যন্ত মুলতুবি হয়ে যায় ৷ এদিন লোকসভায় কংগ্রেস সাংসদ মণীশ তিওয়ারি মুলতুবি প্রস্তাব আনেন পেগাসাস ইস্যুতে আলোচনা চেয়ে ৷ একই দাবি তুলে মুলতুবি প্রস্তাব দিয়েছেন কংগ্রেসের আরেক সাংসদ মানিকম ঠাকুরও ৷ তিনি আবার প্রধানমন্ত্রীর উপস্থিতিতে এই নিয়ে আলোচনা চেয়েছেন ৷ অন্যদিকে রাজ্যসভার অধিবেশন শুরু হতেই বিক্ষোভ শুরু করেন বিরোধী দলের সাংসদরা ৷ তখনই সভা মুলতুবি করে দেন রাজ্যসভার চেয়ারম্যান তথা উপ-রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নায়ডু ৷ তার আগে তিনি জানান, সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্ট থেকে জেনেছেন যে সংসদ অচল রাখার চেষ্টা করছে বিরোধীদের একাংশ ৷ সংসদ আইন তৈরি ও বিল নিয়ে আলোচনার জায়গা ৷ তিনি সাংসদদের মানুষের জন্য সরব হওয়ার কথা বলেছেন ৷