জেলা

সেলফি তুলতে গিয়ে পা ফস্কে জলপ্রপাতে পড়ে মৃত্যু ৮ বছরের এক শিশুর

এক মর্মান্তিক দুর্ঘটনা ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়িতে ঘাগড়াবুড়ি ফলসে। বৃহস্পতিবার মোবাইলে সেলফি তুলতে গিয়ে পা ফস্কে জলপ্রপাতে পড়ে ডুবে মারা গেল মাত্র ৮ বছরের এক শিশু। তৃতীয় শ্রেণীর ওই ছাত্র এদিন মায়ের মোবাইল নিয়ে ওই খরস্রোতা ঝরনার মধ্যে নেমে সেলফি তুলতে গিয়ে পড়ে যায় গভীর গর্তে। পরে তাঁর দেহ মেলে জলের অনেকটাই নীচে পাথরের খাঁজে আটকে থাকা অবস্থায়। স্থানীয় হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হলে সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিত্‍সকেরা। জানা গিয়েছে, দুদিন আগেই দক্ষিণ ২৪পরগনার বারুইপুরের বাসিন্দা সুশান্ত দাস তাঁর পরিবার ও বন্ধুবান্ধব নিয়ে ঘুরতে আসেন ঝাড়গ্রামে। বৃহস্পতিবার তাঁরা ঘুরতে যান বেলপাহাড়ির পর্যটন কেন্দ্রগুলিতে। এদিন বেলা ১১টা নাগাদ ঘাগড়াবুড়ি ঝর্না দেখতে গিয়ে সুশান্তবাবুর বছর আটের ছেলে সমৃদ্ধ দাস ছবি তুলতে গিয়ে পা পিছলে নদীর জলে তলিয়ে যায়। দীর্ঘক্ষন খোঁজ চালানোর পর দেখা যায় জলের তলায় পাথরের খাঁজে আটকে রয়েছে শিশুটি। পরে গ্রামের লোকের সহায়তায় উদ্ধার করা হয় শিশুটিকে। দ্রুত তাকে বেলপাহাড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে আনা হলে সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিত্‍সকেরা। বেড়াতে এসে এমন ঘটনা ঘটবে তারা স্বপ্নেও ভাবতে পারেনি সুশান্তবাবু। বেলপাহাড়ি থানার পুলিস ওই শিশুটির মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালের মর্গে পাঠায় ।