জেলা

পাথরপ্রতিমার গোবর্ধনপুরে মাছ ধরতে গিয়ে নাবালককে টেনে নিয়ে গেল কুমির

কুমির টেনে নিয়ে গেল নাবালককে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমার গোবর্ধনপুরে। নদীতে গোটা রাত তল্লাশির পরও কিশোরের হদিশ মেলেনি বলে খবর। কান্নায় ভেঙে পড়েছে পরিবার। দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমা ব্লকের জি-প্লট গ্রাম পঞ্চায়েতের গোবর্ধনপুর কোস্টাল থানা এলাকার বাসিন্দা ১৪ বছরের মানিক ভক্ত। বাড়ির পাশেই ধনচি বনাঞ্চল লাগোয়া নদীতে মাছ ধরছিল সে। বুঝতেও পারেনি কত বিপদ অপেক্ষা করছে। নদীতে সুযোগের অপেক্ষায় ছিল পেল্লায় মাপের কুমির। প্রত্যক্ষদর্শীরা জানান, কিছু বুঝে ওঠার আগেই ওই কিশোরের কোমরে কামড় দিয়ে তাকে নিয়ে নদীর গভীরে চলে যায় কুমিরটি। কুমিরটিকে পরে দেখা গেলেও নাবালকের আর হদিশ মেলেনি। নিখোঁজ কিশোরের বাবা হুকুম ভক্ত-সহ পরিবারের লোকজন ঘটনার খবর পেয়ে ছুটে যান। গোবর্ধনপুর কোস্টাল থানার পুলিশ, বনদপ্তর নিখোঁজ নাবালকের খোঁজে লঞ্চ নিয়ে নদীতে তল্লাশি চালায়। ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। মৎস্যজীবীদের নদীতে নামতে নিষেধ করেছে পুলিশ ও বনদপ্তর।