বছরের একেবারে শেষ দিনে রাজ্য প্রশাসনে বড় রদবদল এল। রাজ্যের নতুন মুখ্যসচিব হলেন ভগবতীপ্রসাদ গোপালিকা। এর আগে তিনি রাজ্যের স্বরাষ্ট্রসচিব পদে ছিলেন। হরিকৃষ্ণ দ্বিবেদীর পর রাজ্যের নতুন মুখ্যসচিব কে হবেন? জল্পনা ছিল ভগবতীপ্রসাদ গোপালিকার নাম নিয়ে। রবিবার জানা গেল তাঁর নামের পাশেই পড়ল সিলমোহর। রাজ্যের নয়া মুখ্যসচিব হলেন ভগবতী প্রসাদ গোপালিকা । আর রাজ্যের স্বরাষ্ট্রসচিব হিসেবে নিযুক্ত হলেন বর্তমান পর্যটন দফতরের প্রধান সচিব নন্দিনী চক্রবর্তী । বরাবর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যথেষ্ট আস্থাভাজন অফিসার নন্দিনী চক্রবর্তী । পর্যটন দফতর ছাড়াও তিনি সামলেছেন রাজভবনের প্রধান সচিবের দায়িত্ব । বর্তমান রাজ্যপাল তাঁকে সরিয়ে দেওয়ার পর তাঁকে রাজ্যের পর্যটন দফতরের দায়িত্ব দেওয়া হয় । সেখান থেকেই এ বার মুখ্যমন্ত্রীর হাতে থাকা স্বরাষ্ট্র এবং পার্বত্য বিষয়ক দফতরের প্রধান সচিব হলেন নন্দিনী চক্রবর্তী । পাশাপাশি মুখ্যমন্ত্রীর মুখ্য অর্থ উপদেষ্টা হলেন প্রাক্তন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। আগামী তিন বছর তিনি এই দায়িত্বে থাকবেন। এদিন বর্তমানকে দ্বায়িত্ব বুঝিয়ে দিয়েছেন প্রাক্তন মুখ্যসচিব। রাজ্যের স্বরাষ্ট্রসচিব হিসেবে দ্বায়িত্ব গ্রহণ করলেন নন্দিনী চক্রবর্তী।