দেশ

এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার, এবার বিহারে গণ্ডক ক্যানেলের উপর ভেঙে পড়ল সেতু

বিহারের সিওয়ানে ফের ভেঙে পড়ল সেতু। গণ্ডক ক্যানেলের উপর এই সেতুটি ভেঙে পড়ে। তবে সেতু ভাঙার শব্দ এতটাই তীব্র ছিল যে এর জেরে রামগড়ের বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন। সেতু ভাঙার এই ঘটনায় কেউ হতাহত হয়নি। সঠিকভাবে সেতুটি নির্মাণ করা হয়নি বলেই খবর পাওয়া গিয়েছে। তবে এই সেতুটি পাতেদি বাজার এবং রামগড়ের মধ্যে যোগাযোগ রক্ষাকারী অন্যতম। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, রক্ষণাবেক্ষণের অভাবেই সেতুটি ভেঙে পড়েছে। প্রায় ৪০ বছর আগে এই সেতুটি নির্মাণ করা হয়েছিল। সেতুটির পিলারগুলি বহুদিন ধরেই ক্ষতিগ্রস্ত হচ্ছিল। অবশেষে এটি ভেঙে পড়ে। এই সেতুটি ভেঙে পড়ার ফলে স্থানীয় বাসিন্দাদের ঘুরপথে তাঁদের গন্তব্যে পৌঁছতে হচ্ছে। বাকরা নদীর উপর সেতু ভেঙে পড়ার পরই এই ঘটনা ফের ঘটল। এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার সেতু ভাঙার ঘটনায় রীতিমতো অস্বস্তিতে প্রশাসনও।