দেশ রাজনীতি

মোদি রাজ্যে সেতু ভেঙে পড়ায় ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫

গুজরাতের ভদোদরা জেলায় হুড়মুড়িয়ে সেতু ভেঙে পড়ায় ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫ ৷ সেতুর দুই স্তম্ভের মধ্যের একটি স্ল্য়াব ভেঙে যাওয়ায় এই বিপত্তি ৷ এই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫ ৷ ঘটনায় আহত পাঁচজনকে উদ্ধার করা হয়েছে ৷ বুধবার সকালে এমনই ঘটনা ঘটেছে ৷ পুলিশ সূত্রে খবর, এদিন সকাল সাড়ে ৭টা নাগাদ মহিসাগর নদীর উপর চার দশক পুরনো গম্ভীরা সেতুর দুই স্তম্ভের মধ্যে একটি স্ল্যাব ভেঙে পড়ে ৷ সেই সময় সেতুর উপর থাকা দু’টি ট্রাক সহ ৬টি গাড়ি নিমেষের মধ্যে নদীর জলে পড়ে যায় ৷ ঘটনায় এখনও পর্যন্ত ১৫ জনের মৃত্যুর খবর সামনে এসেছে ৷ মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন এক পুলিশ আধিকারিক ৷ ভদোদরায় সেতু বিপর্যয়ের ঘটনায় দুঃখপ্রকাশ করা হয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের তরফে ৷ পিএমও এক্স হ্যান্ডেলে লেখা হয়, “গুজরাতের ভদোদার জেলায় সেতু বিপর্যয়ের ঘটনায় যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের জন্য শোকপ্রকাশ করছি ৷ মৃতের আত্মীয়দের প্রতি গভীর সমবেদনা জানায় এবং আহতদের দ্রুত আরগ্য কামনা করছি ৷” একইসঙ্গে প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে মৃতের আত্মীয়দের ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে ৷ গুজরাতের ভদোদরা জেলায় মহিসাগর নদীর উপর সেতু ভেঙে পড়ার ঘটনায় বিজেপি’র ‘ডাবল ইঞ্জিন’-কে কটাক্ষ করেছে তৃণমূল ৷ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের এক্স হ্যান্ডেলে লেখা হয়েছে, “গুজরাতে ব্রিজ ভেঙে ফের মৃত্য়ু ৷ মরবির পর ভদোদরা ৷ আর কত প্রাণ গেলে দায়িত্ব নেওয়া হবে ৷ এটা কি আমরা ‘অ্যাক্ট অফ গড’ বলে ধরে নেবে, না মেনে নেব এটা ‘অ্যাক্ট অফ ফ্রড’ ৷ ডাবল ইঞ্জিন, ডাবল ডিজাস্টার ৷”