খেলা দেশ

‘চিটিং করে অলিম্পিক্সে গিয়েছিলেন, বেশ হয়েছে, ভগবান শাস্তি দিয়েছে’, কংগ্রেসের টিকিট পেতেই ভিনেশকে আক্রমণ বিজেপি নেতা ব্রিজভূষণের

ভিনেশ ফোগতের কংগ্রেসে যোগদান এবং হরিয়ানা বিধানসভা নির্বাচনে তাঁর টিকিট পাওয়া নিয়ে কটাক্ষ করে অভিযোগ তুললেন ব্রিজভূষণ শরণ সিং। কুস্তি ফেডারেশনের প্রাক্তন সভাপতি ব্রিজভূষণের মন্তব্য, ‘চিটিং করে খেলতে চেয়েছিল। বেশ হয়েছে! ভগবান ওকে শাস্তি দিয়েছে।’ কুস্তি ফেডারেশনের প্রাক্তন সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধেই যৌন হেনস্থার অভিযোগ তুলে পথে নেমেছিলেন ভিনেশ ফোগত, বজরং পুনিয়া, সাক্ষী মালিকরা। বিনেশের রাজনীতির ময়দানে হাতেখড়ি হওয়ার পরই কুস্তিগিরের উদ্দেশে ব্রিজভূষণের প্রশ্ন, ‘একদিনে দু’টি ওজনের ক্যাটিগরিতে ট্রায়াল দেওয়া যায়? ওজন মাপার পাঁচ ঘণ্টা পর ট্রায়াল হতে পারে? ব্রিজভূষণের মন্তব্য, ‘কুস্তির প্রতিযোগিতায় আপনি জেতেননি। চিটিং করে ওখানে গিয়েছিলেন। ভগবান তাই আপনাকে শাস্তি দিয়েছে।’ কংগ্রেসে যোগদানের কয়েক ঘণ্টার মধ্যেই বিধানসভা ভোটে তাদের প্রার্থী হিসেবে বিনেশ ফোগতের নাম ঘোষণা করা হয়েছে। তিনি লড়বেন হরিয়ানার জুলানা বিধানসভা কেন্দ্র থেকে। সেখানেই শ্বশুরবাড়ি ভিনেশের। বজরং পুনিয়াকে ‘সারা ভারত কিষাণ কংগ্রেস’-এর কার্যকরী সভাপতি পদ দিয়েছে কংগ্রেস।