ক্রাইম

সেনা ক্যাম্পে মহিলা কনস্টেবলকে ধর্ষণ কাণ্ডে পুলিশের তৎপরতায় গ্রেফতার অভিযুক্ত বিএসএফ কমান্ডার কিতাব সিং

কেন্দ্রীয় সরকার দেশের নিরাপত্তার স্বার্থে বিএসএফ’র নিয়ন্ত্রণাধীন এলাকা ১৫ কিলোমিটার থেকে বাড়িয়ে ৫০ কিলোমিটার করে দিয়েছে বছর দেড়েক আগেই। সেই ঘটনা নিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছিল রাজ্য সরকার। কেননা ওই সিদ্ধান্তের জেরে দেখা যাচ্ছিল রাজ্যের বেশ কিছু ব্লকের সবটাই চলে গিয়েছে BSF’র নিয়ন্ত্রণাধীন ওই এলাকার মধ্যে। তার মধ্যে নদিয়া জেলার কৃষ্ণগঞ্জ ব্লকটিও রয়েছে। সম্প্রতি সেই ব্লকেই BSF’র টুঙ্গি বর্ডার আউটপোস্টের ক্যাম্পে BSF’রই এক লেডি কনস্টেবলকে ধর্ষণের ঘটনায় একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে সীমান্ত এলাকার মানুষের মধ্যে।  শেষে ঘরে-বাইরে সমালোচনার জেরে অভিযুক্ত বিএসএফ’র ৫৪ নম্বর ব্যাটেলিয়ানের ওই আধিকারিক যিনি আবার কোম্পানি কম্যান্ডার তথা ইন্সপেক্টর সেই কিতাব সিংকে বুধবার রাতে গ্রেফতার করা হয়। যদিও বিষয়টি গোপন করে রাখা হয়েছিল। বৃহস্পতিবার দুপুরে তাকে কৃষ্ণনগর আদালতে তোলা হয় কৃষ্ণগঞ্জ থানার পুলিশের তরফে। কৃষ্ণনগর পুলিশ জেলার SP ঈশানী পাল এদিন জানিয়েছেন, বুধবার অভিযোগকারীকে কৃষ্ণনগর আদালতে গোপন গোপন জবানবন্দির জন্য আনা হয়েছিল। তারপরেই বুধবার রাতে জেলার চাপড়া থেকে BSF’র ৫৪ নম্বর ব্যাটেলিয়ানের ওই আধিকারিককে গ্রেফতার করা হয়েছে। BSF’র মহিলা কনস্টেবলের অভিযোগের ভিত্তিতেই ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। মহিলার অভিযোগ, ওই অফিসার বেশ কিছুদিন ধরেই তাঁকে বিরক্ত করছিল। বিশেষ সুযোগ-সুবিধা পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে কু-প্রস্তাব দিয়েছিল। কিন্তু তাতে মহিলা সাড়া দেননি। ১৮ ফেব্রুয়ারি রাতে ওই মহিলা ক্যাম্পে ডিউটি করার সময় ভিজিটে আসেন ওই আধিকারিক। ক্যাম্প থেকে জোর করে পাশের একটি ঘরে ওই মহিলাকে নিয়ে যান অভিযুক্ত অফিসার। সেখানেই তাঁকে ধর্ষণ করেন। সীমান্তে অতন্দ্র প্রহরা দিয়ে নাগরিকদের সুরক্ষা দেওয়া যাদের কাজ, সেই সীমান্ত রক্ষী বাহিনীর শিবিরেই সুরক্ষিত নন মহিলা কর্মীরা। এই ঘটনার পর বেশ কয়েকদিন কেটে গেলেও এখনও নীরব কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ! অথচ বিএসএফ রয়েছে তার মন্ত্রকের অধীনেই। অথচ অভিযোগ পেয়েই দ্রুত ব্যবস্থা নিয়েছে রাজ্য পুলিশ।