তিলজলায় সাতসকালে বহুতল থেকে মরণ ঝাঁপ ব্যবসায়ীর। আজ সকাল পৌনে ছটা নাগাদ ৫ডি তিলজলা রোডে প্রতিবেশীরা ফুটপাতে একটি ভারী কিছু পড়ার শব্দ শুনতে পান। তড়িঘড়ি তারা বাইরে বেরিয়ে এসে দেখেন ফুটপাতে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন ফ্ল্য়াট ৩বি-র বাসিন্দা সুরজ আগরওয়াল। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় থানায়। পুলিস এসে দেহ চিত্তরঞ্জন হাসপাতালে নিয়ে গেলে সুরজকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকেরা। পুলিসের প্রাথমিক অনুমান নিজের ফ্ল্য়াটের বরান্দা থেকে ঝাঁপ দিয়েছেন সুরাজ। ওই ব্যবসায়ী কেন আত্মহত্যা করলেন, তা নিয়ে ইতিমধ্যেই নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রতিবেশী সূত্রে খবর, প্রথম লকডাউনের সময়ে থেকেই সুরজের ব্যবসায় চূড়ান্ত মন্তা ও আর্থিক অনটন চলছিল। গত মাস ছয়েক খানকিটা মানসিক অবসাদেও ভুগছিলেন। কারও সঙ্গে খুব একটা কথাবার্তা বলতেন না। সঙ্গে যোগ হয়েছিল পারিবারিক মনমালিন্য। তাঁর স্ত্রী সন্তানকে সঙ্গে নিয়ে অন্য একটি বাড়িতে থাকছিলেন। এইসবের কারণেই আত্মঘাতী হয়েছেন সুরাজ। এমনটাই প্রাথমিকভাবে অনুমান পুলিশের।