জেলা

আজ রাজ্যের ৪ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন

আজ রাজ্যের চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। করোনা সংক্রান্ত বিধিনিষেধ মেনে চলা ছাড়াও নিরাপত্তায় ফাঁক রাখতে চাইছে না নির্বাচন কমিশন ৷ মোট ৯২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন  হয়েছে।  উৎসবের মধ্যে বাংলায় আরও এক ভোটযুদ্ধ। উত্তর ২৪ পরগনার খড়দহ ,দক্ষিণ ২৪ পরগনার গোসাবা ,নদিয়ার শান্তিপুর ও কোচবিহারের দিনহাটায় উপনির্বাচন। 

দিনহাটা ( কোচবিহার)
মোট ভোটার: ২,৯৮,৯১২
বুথ:              ৪১৭টি
বাহিনী       ২৭ কোম্পানি
উল্লেখযোগ্য প্রার্থী: উদয়ন গুহ (তৃণমূল) ও অশোক মণ্ডল(বিজেপি)।

শান্তিপুর (নদিয়া)
মোট ভোটার: ২,৫৫,৩৩৪
বুথ               ৩৫৭ টি
বাহিনী          ২২ কোম্পানি
উল্লেখযোগ্য প্রার্থী: ব্রজকিশোর গোস্বামী (তৃণমূল) ও  নিরঞ্জন বিশ্বাস (বিজেপি)

খড়দহ (উত্তর ২৪ পরগনা) 
মোট ভোটার: ২,৩২,৩৯৩
বুথ               ৩৩৫টি
বাহিনী          ২০ কোম্পানি
উল্লেখযোগ্য প্রার্থী: শোভনদেব চট্টোপাধ্যায় (তৃণমূল) ও  জয় সাহা (বিজেপি)

গোসাবা (দক্ষিণ ২৪ পরগনা)
মোট ভোটার  ২,৩০,১২৭
বুথ               ৩৩০টি
বাহিনী          ২৩ কোম্পানি
উল্লেখযোগ্য প্রার্থী: সুব্রত মণ্ডল (তৃণমূল) ও  পলাশ রানা (বিজেপি)