বেলুড়েও মোদির মুখে ৩৭০ ধারা বিলোপ, সিএএ-এর কথা। বাংলায় দাঁড়িয়ে নাম না করে বিঁধলেন মুখ্যমন্ত্রী সহ বিরোধী শিবিরকে।
নাগরিক আইন নিয়ে দেশের যুবসমাজকে ভুল বোঝাচ্ছে বিরোধীরা। বাংলা সফরের দ্বিতীয় দিন, রবিবার বেলুড় মঠে স্বামী বিবেকাননন্দের জন্মদিবস উপলক্ষ্যে যুব দিবসে রামকৃষ্ণ মিশনে ভাষণ দিতে গিয়ে ফের এভাবেই বিরোধীদের উদ্দেশ্যে তোপ দাগলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বেলুড়েও মোদির মুখে ৩৭০ ধারা বিলোপ, সিএএ-এর কথা। এদিনও তিনি বলেন, ‘আমি আবার বলছি নাগরিক আইন কারও নাগরিকত্ব কেড়ে নেওয়ার জন্য তৈরি হয়নি বরং নাগরিকত্ব দেওয়ার জন্য হয়েছে। মহাত্মা গান্ধীজি এবং দেশের অন্য বড় নেতারাও মনে করতেন পাকিস্তান থেকে আসা ধর্মীয় সংখ্যালঘু শরণার্থীদেরকে ভারতের নাগরিকত্ব দেওয়া উচিত।’ রাজ্য সরকারের নিন্দাও করেন প্রধানমন্ত্রী। এরপরই বিরোধীদের বিঁধে মোদি বলেন, ‘যাঁরা রাজনীতির খেলা খেলছেন তাঁরা এসব বুঝতে চাইছেন না। সিএএ নিয়ে মানুষকে ভুল বোঝানো হচ্ছে।’ আর তাতেই বেজায় ক্ষোভ রাজনৈতিক মহল থেকে নেটিজেন। প্রশ্ন উঠল মোদির বক্তব্য নিয়েও। এদিন স্বামী বিবেকানন্দের ছবিতে পুষ্পার্ঘ্য দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রামকৃষ্ণদেব এবং সারদাদেবীর উদ্দেশ্যেও পুষ্পার্ঘ্য দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করেন প্রধানমন্ত্রী। এরপর বেলুড় মঠের সব মহারাজদের সঙ্গে দেখা করেন তিনি। প্রার্থনাতেও অংশ নেন। মূল মন্দিরে পুজো দিয়ে বেলুড় মঠ পরিদর্শন করেন প্রধানমন্ত্রী ৷