নাগরিকত্ব সংশোধনী আইন ভারতের অভ্যন্তরীন বিষয়। যা নিয়ে আমেরিকার ভাবনার কোনও প্রয়োজন নেই। সিএএ নিয়ে মার্কিন প্রশাসনের উদ্বেগ প্রকাশের পর তা নিয়ে স্পষ্ট জবাব দিল দিল্লি। শুক্রবার বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, নাগরিকত্ব সংশোধনী আইনের ফলে পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশ থেকে আগত সংখ্যালঘুরা যাতে নাগরিকত্ব পান, সে বিষয়ে নজর দেবে। ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের আগে এই তিন দেশ থেকে যে ধর্মীয় সংখ্যালঘুরা ভারতে এসেছেন, তাঁদের নাগরিকত্ব দেওয়ার বিষয়ে সিএএ সাহায্য করবে। এ বিষয়ে আমেরিকার উদ্বেগের কোনও কারণ নেই বলে স্পষ্ট জানান ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল।