দীর্ঘদিন ধরেই কলকাতায় ইডেনের বিকল্প স্টেডিয়াম তৈরি করার পরিকল্পনা করেছে CAB। কিন্তু জমির অভাবে সেটা বাস্তবায়িত হয়নি। বেশ কয়েক বছর আগে হাওড়ার ডুমুরজলায় স্টেডিয়াম তৈরি করার চিন্তা ভাবনা করেছিল CAB। কিন্তু ডুমুরজলা স্টেডিয়ামের পরিকাঠামো আন্তর্জাতিক স্টেডিয়াম তৈরি করার মতো উপযুক্ত ছিল না। তাই শেষ পর্যন্ত পরিকল্পনা বাতিল করতে হয়েছিল CAB-কে। তারপর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নতুন স্টেডিয়ামের জন্য জমি দেওয়ার অনুরোধ করেন বাংলার ক্রিকেট বোর্ডের তৎকালীন প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। মুখ্যমন্ত্রী সে আবেদনে সাড়া দিয়ে স্টেডিয়ামের জন্য রাজারহাটে জমি দিয়েছেন। সেখানেই নতুন স্টেডিয়াম তৈরি করা হবে বলে জানিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। নতুন স্টেডিয়ামের ব্যাপারে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রাক্তন প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজারহাটে স্টেডিয়াম তৈরি করার জন্য CAB-কে জমি দিয়েছেন। আমরা সেখানেই নতুন স্টেডিয়াম তৈরি করব। তবে ইডেনের মত বড় স্টেডিয়াম তৈরি করা সম্ভব নয়। ওখানে ইডেনের তুলনায় একটু ছোট স্টেডিয়াম তৈরি করা হবে।” সৌরভ আরও জানান, “দু’বছরের মধ্যেই নতুন স্টেডিয়ামের কাজ শেষ হয়ে যাবে। নতুন স্টেডিয়ামে ঘরোয়া ক্রিকেটের পাশাপাশি আন্তর্জাতিক ম্যাচও অনুষ্ঠিত হবে। তবে দুটি স্টেডিয়ামে রক্ষণাবেক্ষণের খরচ যে অনেকটাই বেড়ে যাবে, সেকথাও স্বীকার করে নিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়।