কলকাতা খেলা

গুয়াহাটিতে কেকেআরদের ম্যাচ চলে যাওয়া গুজব, জানালো সিএবি 

রামনবমীর দিন অর্থাৎ, ৬ এপ্রিল ইডেনে কেকেআর বনাম লখনউ সুপার জায়ান্টের ম্যাচ নিয়ে ফের জটিলতা। ২৪ ঘণ্টা আগে কলকাতার বদলে গুয়াহাটিতে ম্যাচ হবে বলে সিএবির তরফে বেসরকারিভাবে জানানো হয়েছিল। কারণ, ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে কোনও ই-মেল এসে পৌঁছয়নি । এক্ষেত্রে বোর্ড ম্যাচের স্থান বদলের কথা ঘোষণা করতে পারে । তবে পরবর্তী ২৪ ঘণ্টায় প্রচুর জল গড়িয়েছে । রামনবমীর দিনে কেকেআরের ম্যাচ গুয়াহাটিতে স্থানান্তর হয়েছে বলে চাপানউতোর শুরু হয় । শুক্রবার সন্ধ্যায় সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় বলেন, “গতকাল থেকে শুনছি যে ম্যাচ গুয়াহাটিতে চলে গিয়েছে । এই বিষয়ে কোনও ই-মেল বোর্ডের তরফে আসেনি । যেটা আপনারা শুনছেন আমিও শুনছি ৷ ধরে নিন এটা গুজব। এই ধরনের গুজব ছড়ানো উচিত নয় ।” সিএবি প্রেসিডেন্ট বলেন, “মুখ্যমন্ত্রী থেকে শুরু করে প্রশাসনের সবার কাছেই বিষয়টি নিয়ে কথা হয়েছে । সবাই চেষ্টা করছেন যাতে ম্যাচের স্থান বদল না হয় । সময় রয়েছে ৷ তাই এখনই হাল ছাড়তে নারাজ সবাই । গতবছর একই পরিস্থিতিতে ম্যাচের সূচি বদল হয়েছিল। সেটি যেহেতু গতবছর টুর্নামেন্টের মাঝখানে হয়েছিল তাই সূচি পরিবর্তন করতে সমস্যা হয়নি। কিন্তু শুরুতেই এমন হলে এতগুলো ম্যাচ রি-শিডিউল করা মুশকিল ৷ তাই বোর্ড আপাতত গররাজি । সবমিিলিয়ে ই-মেল না আসা পর্যন্ত এখনই ম্যাচ স্থানান্তকরণের বিষয়ে স্পষ্ট করে কিছু বলা যাচ্ছে না ৷”