দেশ

কেন্দ্রীয় সরকারি কর্মচারি ও পেনশানভোগীদের ডিএ ১১ শতাংশ বাড়ানোর প্রস্তাবে অনুমোদন মন্ত্রিসভার

কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশানভোগীদের জন্য সুখবর।   কেন্দ্রীয় সরকারি কর্মচারিদের ডিএ তথা মহার্ঘ ভাতা এক ধাক্কায় অনেকটাই বাড়াল কেন্দ্রীয় সরকার। বুধবার মন্ত্রিসভার অর্থ বিষয়ক কমিটির বৈঠক ছিল। ওই বৈঠকের পর সরকার জানিয়েছে, কেন্দ্রীয় সরকারি কর্মচারিদের ডিএ ১১ শতাংশ বাড়ানোর প্রস্তাবে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারিরা ১৭ শতাংশ মহার্ঘ ভাতা পান। তা বাড়িয়ে ২৮ শতাংশ করা হয়েছে। এই বছরের ১ জুলাই থেকেই কার্যকর হচ্ছে বর্ধিত হারের ডিএ। জানুয়ারি ২০২০তে মহার্ঘভাতা বাড়ার কথা ছিল ৪ শতাংশ। জুনে ৩ শতাংশ ডিএ বৃদ্ধির কথা বলা হয়। আবার ২০২১ সালের জানুয়ারিতে ৪ শতাংশ ভাতা বৃদ্ধি হয়েছে। এরই সম্মিলিত রাশি ২৮শতাংশ।