দেশ

প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার পরিবর্তনে অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার

বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভা 2021-22 থেকে 2025-26 পর্যন্ত 69515.71 কোটি টাকার সামগ্রিক ব্যয়-সহ প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা এবং আবহাওয়া ভিত্তিক শস্য বীমা প্রকল্পের অনুমোদন দিয়েছে ৷ সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, “এই সিদ্ধান্তটি 2025-26 সাল পর্যন্ত সারা দেশে অপ্রতিরোধ্য প্রাকৃতিক দুর্যোগ থেকে কৃষকদের ফসলের ঝুঁকি কভারেজ করতে সহায়তা করবে ৷ এ ছাড়াও, প্রযুক্তির জন্য স্বচ্ছতা বৃদ্ধির ক্ষেত্রে প্রকল্পের বাস্তবায়ন, উদ্ভাবন এবং প্রযুক্তির জন্য তহবিল গঠনের অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা।” এই তহবিলটি প্রকল্পের অধীনে প্রযুক্তিগত উদ্যোগের আর্থিক ক্ষেত্রে ব্যবহার করা হবে বলেও মন্ত্রী জানিয়েছেন। প্রযুক্তি ব্যবহার করে ফলন অনুমানের ন্যূনতম 30 শতাংশ ওজন-সহ ফলনের জন্য রিমোট সেন্সিং প্রযুক্তি ব্যবহার করে। 9টি রাজ্য বর্তমানে এটি বাস্তবায়ন করছে- অন্ধ্রপ্রদেশ, অসম, হরিয়ানা, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, ওড়িশা, তামিলনাড়ু এবং কর্ণাটক। অন্যান্য রাজ্যগুলিও দ্রুত এই পদ্ধতি ব্যবহারের দিকে এগোচ্ছে ৷ YES-TECH-এর ব্যাপক বাস্তবায়নের ফলে, ফসল কাটার পরীক্ষা-নিরীক্ষা এবং সংশ্লিষ্ট সমস্যাগুলি ধীরে ধীরে পর্যায়ক্রমে শেষ হয়ে যাবে। এই পদ্ধতিতে 2023-24-এর জন্য গণনার কাজও নিষ্পত্তি করা হয়েছে। মধ্যপ্রদেশ 100 শতাংশ প্রযুক্তি-ভিত্তিক ফলন অনুমান গ্রহণ করেছে বলেও জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী ৷