আগামী ২৯ জুলাই মহরম। পশ্চিমবঙ্গ পুলিশ এবং রাজ্যের দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের উদ্দেশে বড় নির্দেশিকা জারি কলকাতা হাইকোর্টের। বুধবার কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি টিএম শিবজ্ঞানম ও বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে মহরমকে কেন্দ্র করে বেশি আওয়াজের বাজনা বাজানো যাবে না। শব্দমাত্রা কোনও ভাবেই ৬০ ডেসিবেল ছাড়াতে পারবে না। নিষেধাজ্ঞা খোলা আকাশের নীচে রান্নাঘর বানানোতেও। সাধারণ মানুষের কোনও ধরণের অসুবিধে যেন না হয় তা পশ্চিমবঙ্গ পুলিশ ও রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদকে নজর রাখতে হবে। হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ এই মর্মে রাজ্য পুলিশকে বিজ্ঞপ্তি জারি করতে বলে। বেঞ্চের তরফে মৌখিকভাবে জানানো হয়েছে, একজন নাগরিককে এমন কিছু শোনার জন্য কখনোই বাধ্য করা উচিত নয় যা তাঁর অপছন্দ বা অপ্রয়োজনীয়। পুলিশকে আদালতের তরফে জানানো হয়েছে সময় বেঁধে দেওয়ার কথা। সকালে ২ ঘণ্টা ও বিকেলে ২ ঘণ্টা সময় বাজনা বাজানোর জন্য বেঁধে দিতে হবে। সকাল ৮টার আগে ও সন্ধে ৭টার পরে বাজনা বাজানো যাবে না। মহরমে শব্দবিধি না মেনে বাজনা বাজানো নিয়ে মামলা করেন এক মহিলা। সেই মামলায় এই নির্দেশ দেয় কলকাতা হাই কোর্ট।