খেলা

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বড় জয় ভারতের

বড় জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজ শুরু করল ভারত। বৃহস্পতিবার ব্রিজটাউনে ক্যারিবিয়ানদের ৫ উইকেটে হারাল টিম ইন্ডিয়া। ১৬৩ বল বাকি থাকতেই জয়সূচক রানে পৌঁছে যায়‌ রোহিত অ্যান্ড কোম্পানি। প্রথমে ব্যাট করে মাত্র ২৩ ওভারে ১১৪ রানে অলআউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। রান তাড়া করতে নেমে মাত্র ২২.৫ ওভারেই ৫ উইকেটের বিনিময়ে লক্ষ্যে পৌঁছে যায় ভারত। বল হাতে দুরন্ত কুলদীপ যাদব এবং রবীন্দ্র জাদেজা। ৫২ রান করেন ঈশান কিষাণ। ত্রয়ীর পারফরম্যান্সে‌ ভর করে প্রতিপক্ষকে খড়কুটোর মতো উড়িয়ে দেয় ভারতীয় দল। দেখতে গেলে সাই হোপদের নিয়ে ছেলেখেলা করে ভারত। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজে বিশ্বকাপের মহড়া সেরে রাখতে চেয়েছিলেন রোহিত শর্মা, রাহুল দ্রাবিড়। সেই অনুযায়ী ব্যাটিং অর্ডার নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালায় ভারত। ৫ উইকেট হারানোর পর সাত নম্বরে ব্যাট করতে নামেন রোহিত। অন্যদিকে ব্যাট করতেই নামেননি বিরাট কোহলি। ঈশান কিষাণ এবং শুভমন গিলের নতুন ওপেনিং জুটিকে খেলায় ভারতীয় দল। তিনে নামানো হয় সূর্যকুমার যাদবকে। চারে নামেন হার্দিক পাণ্ডিয়া। তবে ওপেনিং জুটিতে পরীক্ষা সফল হয়নি। ব্যর্থ শুভমন। মাত্র ৭ রানে আউট হন। ১৮ রানে প্রথম উইকেট হারায় ভারত। ওয়ান ডাউনে নেমে রান পাননি সূর্যকুমার (১৯)। ৫৪ রানে দ্বিতীয় উইকেট হারায় ভারত। খুবই অল্প রানের টার্গেট থাকায় ব্যাটিং অর্ডার বদলে পরীক্ষা করার সুযোগ ছিল। তাই বাকিদের সুযোগ দেওয়া হয়। চারে নেমে দুর্ভাগ্যবশত রান আউট হন হার্দিক পাণ্ডিয়া (৫)। কিন্তু উইকেটের অন্য প্রান্তে অবিচল ছিলেন ঈশান কিষাণ। দ্বিতীয় টেস্টের পর এদিনও রান পান। তবে বেশ কয়েকবার সুযোগ দিয়েছিলেন। কিন্তু ক্যাচ ফস্কায় ওয়েস্ট ইন্ডিজের ফিল্ডাররা। ৪৪ বলে অর্ধশতরান সম্পূর্ণ করেন। একদিনের আন্তর্জাতিকে চতুর্থ শতরান ঈশানের। একদিকে উইকেট পড়লেও অন্য প্রান্ত আকড়ে পড়ে থাকেন উইকেটকিপার ব্যাটার। ৭টি চার, ১টি ছয়ের সাহায্যে ৪৬ বলে ৫২ রান করে আউট হন ঈশান। ১৮.৩ ওভারে একশোর গণ্ডি পেরোয় ভারত।  টসে জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাট করতে পাঠান রোহিত। আরও একবার জঘন্য ব্যাটিং প্রদর্শন ক্যারিবিয়ানদের। মাত্র ২৩ ওভারে ১১৪ রানে অলআউট হয়ে যায় সাই হোপরা। কুলদীপ যাদব এবং রবীন্দ্র জাদেজার স্পিনে দাঁড়াতেই পারেনি ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা। চার উইকেট নেন চায়নাম্যান। ৩ ওভার বল করে মাত্র ৬ রানের বিনিময়ে ৪ উইকেট তুলে নেন। তিন উইকেট শিকার জাড্ডুর। কোনও পার্টনারশিপ গড়ে ওঠেনি। নিয়মিত উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। সর্বোচ্চ রান সাই হোপের। ৪৫ বলে ৪৩ রান করে আউট হন ক্যারিবিয়ান অধিনায়ক। ইনিংসে ছিল ৪টি চার, ১টি ছয়। কিছুটা চেষ্টা করেন অলিক অ্যাথানেজ (২২)। ব্যর্থ শিমরন হেটমেয়ারও (১১)। ২৩ ওভারে ১১৪ রানে শেষ হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। অনায়াসেই জয়সূচক রানে পৌঁছে যায় টিম ইন্ডিয়া। ক্যারিবিয়ানদের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টানা ষষ্ঠ জয় ভারতের।