বড় ঘোষণা করল কলকাতা বিশ্ববিদ্যালয়। অতিমারীর পরিস্থিতি ছাত্র-ছাত্রীদের পরীক্ষার ফি মকুব করে দিল তারা। শুধু পরীক্ষার ফি-ই নয়, টিউশন ফি-ও মকুব করল কলকাতা বিশ্ববিদ্যালয়। এদিন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিজ্ঞপ্তি দিয়ে একথা জানিয়েছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বিশ্ববিদ্যালয় সিদ্ধান্ত নিয়েছে, বর্তমান অতিমারীর পরিস্থিতিতে সমস্ত সেমেস্টারের পড়ুয়াদের টিউশন ফি মকুব করা হবে। পাশাপাশি, বিভিন্ন সেমেস্টারের পরীক্ষার্থীদের মার্ক শিট বা গ্রেড শিট সংগ্রহ করতেও কোনও রকম ফি দিতে হবে না।’ এই ঘোষণায় স্বাভাবিকভাবেই পড়ুয়া মহলে খুশির হাওয়া।