আজ সম্পূর্ণ লকডাউনের জেরে কার্যত সুনসান রাস্তা। তার মাঝেই বেপরোয়া গতিতে চলছিল একটি গাড়ি। সেই গাড়িটিকে থামানোর চেষ্টা করেছিলেন কাঁকুড়গাছিতে কর্তব্যরত সার্জেন্ট বিশ্বজিৎ সাহা । তাঁকে ধাক্কা মারে গাড়িটি । পিষে দিয়ে পালিয়ে যাওয়ারও চেষ্টা করে । রক্তাক্ত অবস্থায় ওই পুলিশকর্মী রাস্তায় লুটিয়ে পড়েন । সেই সুযোগে পালিয়ে যায় গাড়িচালক । গুরুতর আহত হন ওই সার্জেন্ট । সরশুনা এবং পর্ণশ্রী থেকে গ্রেপ্তার করা হয় অভিযুক্ত ২জনকে ।