দেশ

রাজ্যসভায় অভিষেক মনু সিংঘভির আসনে মিলল বান্ডিল-বান্ডিল ৫০০ টাকা! তদন্তের নির্দেশ

রাজ্যসভায় ৫০০ টাকার নোটের বান্ডিল উদ্ধার হওয়া নিয়ে ধুন্ধুমার বেঁধে গেল। সেই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন রাজ্যসভার চেয়ারম্যান তথা উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড়। তিনি জানিয়েছেন, অভিষেক মনু সিংঘভি যেখানে বসেন, সেখানে থেকে নোটের বান্ডিল উদ্ধার করা হয়েছে। আর তা নিয়ে হইচই শুরু করে দেন বিজেপি সাংসদরা। তাঁরা দাবি করেন, যে ঘটনা ঘটেছে, তা অত্যন্ত গুরুতর বিষয়। আর তাতে সংসদের উচ্চকক্ষ মর্যাদাহানি হয়েছে। যদিও কংগ্রেসের সাংসদ দাবি করেছেন যে তিনি মাত্র একটি ৫০০ টাকার নোট নিয়ে রাজ্যসভায় যান। ফলে নোটের বান্ডিল কোথা থেকে এসেছে, তা নিয়ে তাঁর কোনও ধারণা নেই বলে বুঝিয়ে দিয়েছেন কংগ্রেস সাংসদ। আর পুরো বিষয়টি নিয়ে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় শুক্রবার সকালে। শীতকালীন অধিবেশনের মধ্যেই ধনখড় জানান, বৃহস্পতিবার রাজ্যসভার অধিবেশন মুলতুবি হয়ে যাওয়ার পরে সংসদের উচ্চকক্ষে রুটিন পরীক্ষা চালানো হচ্ছিল। সেইসময় ২২২ নম্বর আসন থেকে নোটের বান্ডিল উদ্ধার করেছেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। যে আসনটি আপাতত তেলাঙ্গানা থেকে নির্বাচিত সদস্য সিংঘভিকে বরাদ্দ করা আছে। বিষয়টি তাঁর নজরে আসার পরই তদন্তের নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন ধনখড়।