হাওড়া স্টেশনে মিলল সাড়ে ৩৮ লক্ষ টাকা ৷ গ্রেফতার করা হয়েছে রুস্তম আনসারী ও শুভম বর্মা নামের দুই ব্যক্তিকে । আরপিএফ সূত্রের খবর, রুস্তম বিহারের বক্সার এলাকার মাঠিয়ামোদ এলাকার বাসিন্দা । অন্যদিকে ধৃত শুভম বর্মা উত্তরপ্রদেশের বালিয়া এলাকার রাজীব নগরের বাসিন্দা । দু’জনের কাছ থেকে নগদ ৩৮ লক্ষ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে । তারপরেই হাওড়া স্টেশনের পুরাতন কমপ্লেক্সের ৪ ও ৫ নম্বর গেটের সংযোগস্থল থেকে গ্রেফতার করা হয় দুই মূর্তিমানকে । জানা গিয়েছে, হাওড়া স্টেশনে নিয়মিত তল্লাশি অভিযান ‘অপারেশন সত্রক’ চলছিল ৷ তারমধ্যেই দুপুর ৩টে নাগাদ দুই ব্যক্তি গেট নম্বর ৪ ও ৫-এর সংযোগস্থলের দিকে হেঁটে যাচ্ছিলেন । সেখানে সন্দেহজনক অবস্থায় তাঁদের দেখেন নিরাপত্তারক্ষীরা । তল্লাশি অভিযানের সদস্যরা পিঠ ব্যাগে কী আছে জিজ্ঞাসা করায় পালিয়ে যাওয়ার চেষ্টা করে তাঁরা । তারপরেই পরিচয়পত্র দেখার সময় ব্যাগ থেকে উদ্ধার হয় বিপুল সংখ্যক নগদ অর্থ । যদিও এই অর্থ ব্যক্তিগত বলে জানালেও প্রয়োজনীয় কাগজ ও সন্তোষজনক উত্তর দিতে পারেননি কেউই । এরপরই তাঁদের দুজনকে গ্রেফতার করেন হাওড়া স্টেশনে কর্মরত আরপিএফ আধিকারিকরা । টাকা গোনার জন্য আনা হয় মেশিন ।