জেলা

গরু পাচার কাণ্ডে বিএসএফ কর্তা সতীশ কুমারকে গ্রেপ্তার করল সিবিআই

গরু পাচার কাণ্ডে সিবিআইয়ের গোয়েন্দারা ইতিমধ্যেই বিএসএফ কমান্ডেন্ট সতীশ কুমারের বিধাননগরে বাড়িতে তল্লাশি চালিয়ে ছিলেন।সতীশ কুমার বিএসএফের ৩৬ নম্বর ব্যাটেলিয়নের কমাণ্ড্যান্ট ছিলেন। মঙ্গলবার তারা সতীশ কুমারকে কলকাতার নিজাম প্যালেসে সিবিআই দপ্তরে ডেকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করেন। আর সেই দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর সিবিআই অফিসাররা সতীশ কুমারকে গ্রেপ্তার করেন। এরপরই তারা সতীশ কুমারের বাড়িতে পুনরায় তল্লাশি চালান। সূত্রে খবর, ওই তল্লাশিতে তারা বেশকিছু নথিপত্র উদ্ধার করেছেন। আর তারই পরিপ্রেক্ষিতে তারা সতীশ কুমারকে গ্রেপ্তার করার সিদ্ধান্ত নেন। উল্লেখ্য সতীশ কুমার ইতিপূর্বে এ রাজ্যে বিএসএফের একটি ব্যাটেলিয়ানের দায়িত্বে থাকার সময় গরু পাচারের কাজে হাত খুলে সহায়তা করেছিলেন ইমানুল হককে। আর সেই সাহায্য করার সুবাদে তিনি বিপুল অঙ্কের টাকা ঘুষ নিয়ে প্রচুর সম্পত্তিও করেন। তার বিরুদ্ধে সিবিআই তদন্ত শুরু করার পরপরই তাকে ছত্রিশগড়ে বিএসএফের একটি ব্যাটেলিয়ানের দায়িত্ব দিয়ে এরাজ্য থেকে সরিয়ে দেওয়া হয়েছিল।