নববর্ষের দিনে নিয়োগ দুর্নীতি মামলায় একাধিক জায়গায় অভিযানে নেমেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। বীরভূমে বিভাস অধিকারীর বাড়িতে তল্লাশি অভিযানের পাশাপাশি গোপাল দলপতির বাড়িতেও তল্লাশি অভিযানে সিবিআই আধিকারিকরা। শনিবার দুপুর ১২টা নাগাদ পূর্ব মেদিনীপুরের পটাশপুরে গোপাল দলপতির বাড়িতে হানা দেয় সিবিআই’এর একটি দল। এদিন পূর্ব মেদিনীপুরে গোপাল দলপতির বাড়িতে তল্লাশি অভিযানে গিয়ে গোপালের আত্মীয়দের সঙ্গে কথা বলেন গোয়েন্দারা। গোপাল দলপতির বাড়িতে কারা আসত সেই বিষয়েও খোঁজখবর নেন গোয়েন্দারা। সিবিআই আধিকারিকদের সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। প্রসঙ্গত নিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আগেই গোপাল দলপতিকে ডেকে জিজ্ঞাসাবাদ করেছিল ইডি এবং সিবিআই। তবে তাঁর বাড়িতে হানা দিয়ে কেন্দ্রীয় গোয়েন্দাদের তল্লাশি অভিযান এই প্রথম। উল্লেখ্য নিয়োগ দুর্নীতি মামলায় গোপাল দলপতির মুখে প্রথম শোনা গিয়েছিল কালীঘাটের কাকুর নাম। কালীঘাটের কাকু অর্থাৎ সেই সুজয়কৃষ্ণ ভদ্রকে ডেকে জিজ্ঞাসাবাদ করেছিল গোয়েন্দারা। তাঁর কাছ থেকে নেওয়া হয় নথিও। অন্য মামলা অর্থাৎ চিটফান্ড মামলায় গোপাল দলপতি কয়েক বছর তিহাড় জেলে বন্দিও ছিলেন। অন্যদিকে বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতে চব্বিশ ঘণ্টা পেরিয়েও এখনও তল্লাশি চালাচ্ছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। এর মধ্যেই তৃণমূল নেতার বিভাস অধিকারীর বাড়ি এবং আশ্রমে সিবিআই হানা।