মহুয়া মৈত্রের সাংসদ পদ থাকবে কিনা সেটা নির্ধারিত হবে শীতকালীন অধিবেশনে। তবে এবার সংসদে নগদ দিয়ে প্রশ্ন করার অভিযোগের তদন্তে নামল সিবিআই। লোকপালের নির্দেশেই তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে সিবিআই প্রাথমিক তদন্ত শুরু করল বলে খবর। মহুয়ার বিরুদ্ধে সিবিআই তদন্ত নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ তুলে সরব তৃণমূল কংগ্রেস। ঘুষের বিনিময়ে সংসদে প্রশ্ন করার অভিযোগে এবার তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে সিবিআই। সংবাদসংস্থা এএনআই সূত্র এই দাবি করেছে। সূত্র মারফত জানা যাচ্ছে, লোকপালের নির্দেশে সিবিআই তদন্ত করবে মহুয়ার বিরুদ্ধে। যদিও সাংসদের ঘনিষ্ঠ মহল জানাচ্ছে, লোকপালের ওয়েবসাইটে এরকম কোনও তথ্য নেই। এর আগে গত ৮ নভেম্বর বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে তারা এক্স হ্যান্ডেলে উল্লেখ করেছিলেন তাঁর করা অভিযোগের প্রেক্ষিতে লোকপাল মহুয়ার বিরুদ্ধে সিবিআই তদন্ত করার নির্দেশ দিয়েছেন। এর পর আজ এই তথ্য সূত্র মারফত সামনে আসছে। মহুয়ার দল আগেই বার্তা দিয়েছিল তারা পাশে আছে। এবার ষড়যন্ত্রের অভিযোগ তুলে সরব হল তারা।