দেশ বিদেশ

ফেসবুক থেকে তথ্য চুরির অভিযোগে কেমব্রিজ অ্যানালিটিকার নামে মামলা দায়ের সিবিআইয়ের

ফেসবুকের ব্যবহারকারীদের বেআইনিভাবে তথ্য সংগ্রহ ও বিক্রির অভিযোগে ব্রিটেনের রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা কেমব্রিজ অ্যানালিটিকা-র নামে মামলা দাখিল করল সিবিআই । একই মামলায় গ্লোবাল সায়েন্স রিসার্চ লিমিটেড নামক আরও একটি সংস্থার বিরুদ্ধেও অভিযোগ আনা হয়েছে। তদন্তকারী সংস্থার অভিযোগ, ২০১৮ সালে প্রায় ৫ লাখ ৬২ হাজার ভারতীয় ফেসবুক ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য বেআইনিভাবে সংগ্রহ করে এই সংস্থা এবং বিভিন্ন নির্বাচনেও ভোটারদের প্রভাবিত করতে এই তথ্য ব্যবহার করা হয়েছিল। ঘটনায় সূত্রপাত হয় ২০১৮ সালের মার্চ মাসে। একাধিক আন্তর্জাতিক মিডিয়া সংস্থা অভিযোগ তোলে, কেমব্রিজ অ্যানালিটিকা সংস্থার কর্মী ও বিভিন্ন তথ্যের মাধ্যমে জানা গিয়েছে ওই সংস্থা বিশ্বের প্রায় পাঁচ কোটি ফেসবুক ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য তাঁদের ফেসবুক প্রোফাইল থেকে গোপনে সংগ্রহ করেছিল। সেই বছরই জুলাই মাসে কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ সংসদে জানান যে, এই বিষয়ে সিবিআই তদন্ত শুরু করা হবে।