পুরুলিয়ার ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনের মামলায় পুরুলিয়া জেলা আদালতে চার্জশিট পেশ করল সিবিআই৷ সোমবার সিবিআই-এর আইনজীবী জেলা আদালতে এই চার্জশিট দাখিল করেন ৷ সূত্রের খবর, ৩০ পৃষ্ঠার এই চার্জশিটে মূলত গ্রেফতার হওয়া পাঁচজনকেই ঘটনার জন্য দায়ী করা হয়েছে ৷ পাশাপাশি, আদালতের কাছে তদন্ত প্রক্রিয়া চালিয়ে যাওয়ার জন্য আবেদনও করা হয়েছে ৷ যদিও এই খুনের ঘটনায় এখনও পর্যন্ত অভিযুক্ত দুই ভাড়াটে খুনিই অধরা রয়েছে ৷ সিবিআই সূত্রে খবর, এই ঘটনায় আগামী দিনে সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করবে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ৷ ওয়াকিবহাল মহলের অনুমান, এখনও পর্যন্ত এই ঘটনায় গ্রেফতার হওয়া পাঁচজনের জামিন আটকাতেই ৯০ দিনের মাথায় চার্জশিট পেশ করল সিবিআই ৷


