জেলা

এবার তৃণমূল বিধায়ক তাপস সাহার আপ্ত সহায়কের বাড়িতে তল্লাশি চালাল সিবিআই

 প্রায় ১৫ ঘণ্টা জেরা ও তল্লাশি চালিয়ে শনিবার সকাল ছয়টা দশ নাগাদ সিবিআই আধিকারিকসহ কেন্দ্রীয় বাহিনী তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহার বাড়ি থেকে ফিরে যান। এরপর ভোরবেলায় বাড়ির চারপাশ আরও একবার ঘুরে দেখে সিবিআই তদন্তকারী দল। এরপর তার ব্যবহৃত গাড়িটিতেও তল্লাশি চালায়। শেষ পর্যন্ত সকালে সিবিআই আধিকারিকরা ফিরে যান। তাপস সাহার দাবি তিনি চক্রান্তের শিকার। দলের জেলা নেতৃত্ব থেকে জেলার মন্ত্রী কেউ তার কোনও খোঁজ নেননি। বিধায়ক বাড়ি থেকে বেরিয়ে সিবিআই আধিকারিকের দল যান তাপস সাহার আপ্তসহায়ক প্রবীর কয়ালের বাড়ি বয়েরবান্ধা গ্রামে যান। সেখানে কিছুক্ষণ তল্লাশি চালিয়ে সিবিআই আধিকারিক ও কেন্দ্রীয় বাহিনী বেরিয়ে যায়। তাপস সাহার ঘনিষ্ঠ তৃণণূল নেত্রী ইতি সরকারের বাড়িতে হানা দেয় সিবিআই। তৃণমূলের তেহট্ট এক নম্বর ব্লক সভাপতি ইতি। জানা গিয়েছে, এদিন তাপসের পুত্র সাগ্নিককে বেঙ্গালুরুতে জিজ্ঞাসাবাদ করে সিবিআইয়ের একটি দল। এদিন তাপসের পুকুরপাড়ে তল্লাশি চালায় সিবিআই। ঘটনাস্থল খতিয়ে দেখে পোড়া নথির বেশ কিছু নমুনা সংগ্রহ করে বিধায়কের বাড়ি থেকে বেরিয়ে যান সিবিআই আধিকারিকরা।