কলকাতা

নিয়োগ দুর্নীতি মামলায় ঠিক মতো কাজ করছে না সিবিআইয়ের সিট, অসন্তুষ্ট বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

নিয়োগ দুর্নীতি মামলায় ঠিক মতো কাজ করছে না সিবিআই-এর গঠন করা সিট। সোমবার কলকাতা হাইকোর্টে অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এদিন বিশেষ তদন্তকারী দলের সদস্যদের পরিবর্তন করার পরামর্শ সিবিআই এর আইনজীবীকে দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। রাজ্যে নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। গত ১৭ জুন এই দুর্নীতি মামলার তদন্তের স্বার্থে বিশেষ তদন্তকারী দল গঠনের সিবিআই-কে নির্দেশ দিয়েছিলেন তিনি। সেই নির্দেশ মতো সিবিআই ৬ সদস্যের সিট গঠন করে নিয়োগ দুর্নীতির তদন্ত শুরু করে। এই দলে রয়েছেন, এসপি ধরমবীর সিংহ, ডিএসপি সত্যেন্দ্র সিংহ, ডিএসপি কেসি ঋষিনামূল, ইন্সপেক্টর সোমনাথ বিশ্বাস, ইন্সপেক্টর মলয় দাস এবং ইন্সপেক্টর ইমরান আশিক। হাইকোর্টের নজরদারিতে তদন্ত করবে সিট এবং কোর্টের অনুমতি ছাড়া সিট-এর সদস্যদের বদলি করা যাবে না, এমনই নির্দেশ ছিল বিচারপতি গঙ্গোপাধ্যায়ের। সোমবার কলকাতা হাইকোর্টে নিয়োগ দুর্নীতির তদন্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এদিন তিনি বলেন, সিটের সদস্যরা ঠিক মতো কাজ করছে না। এগোচ্ছে না তদন্তের গতি প্রকৃতি। সিবিআই-এর আইনজীবিকে বলেন, প্রয়োজনে সিটের সদস্যদের বদলও করা হতে পারে। এদিন দুপুর আড়াইটে নাগাদ নিয়োগ দুর্নীতি মামলার শুনানি রয়েছে কলকাতা হাইকোর্টে।