কলকাতা

কয়লাকাণ্ডে সাক্ষীকে ভয় দেখানোর অভিযোগ খোদ সিবিআই আধিকারিকের বিরুদ্ধে, তদন্তে সিআইডি 

কয়লাকাণ্ডে সিবিআইয়ের মূল তদন্তকারী অফিসারের বিরুদ্ধে অভিযোগ দায়ের। এদিন বিষ্ণুপুর থানায় অফিসার উমেশ কুমারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন এক যুবক। অভিযোগকারী যুবককে তদন্তের জন্য সিবিআইয়ের তরফে ডাকা হয়েছিল। ওই অফিসারের বিরুদ্ধে ভয় দেখানোর অভিযোগ রয়েছে। সিআইডিকে ওই অফিসারের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেওয়া হচ্ছে।  সাক্ষীর অভিযোগের ভিত্তিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ওই অফিসারের বিরুদ্ধে তদন্ত শুরু করল সিআইডি। উল্লেখ্য, কয়লা পাচার মামলায় তদন্ত করছে সিবিআই। তদন্তের স্বার্থেই একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এমনকি আগামী দিনেও একাধিকজনকে জিজ্ঞাসাবাদের সম্ভাবনাও রয়েছে। এই প্রক্রিয়ার মধ্যেই এই মামলার তদন্তকারী অফিসার উমেশ কুমারের বিরুদ্ধে অভিযোগ করেন এক সাক্ষী। দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানা এলাকার বাসিন্দা জনৈক হায়বার আখন্দ নামে এক ব্যক্তি যাকে সাক্ষী হিসেবে ডাকা হয়েছিল সিবিআইয়ের দফতরে, তাঁর অভিযাগ, জিজ্ঞাসাবাদের নামে তাঁকে হুমকি দেখানো হয়েছে। ভয় দেখিয়ে জোর করে বয়ান রেকর্ডের চেষ্টাও করেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্তকারী অফিসার। এমনকি তাঁকে দিয়ে প্রভাবশালীদের নাম বলানোর জন্য চাপও তৈরি করা হয়। এহেন অভিযোগ এনেই বিষ্ণপুর থানায় লিখিত অভিযোগ করেন ওই ব্যক্তি। মে মাসের মাঝামাঝি হওয়া ওই অভিযোগের ভিত্তিতে বিষ্ণু্পুর থানা ভারতীয় দণ্ডবিধির ১২০(বি), ৫০৬, ৪৬৫, ৪৬৭, ৪৬৮, ৩৪ সহ একাধিক ধারা অর্থাৎ অপরাধমূলক ষড়যন্ত্র, ভয় দেখানো ও জালিয়াতির মামলা রুজু করে সিবিআইয়ের তদন্তকারী অফিসারের বিরুদ্ধে। এই মামলারই তদন্তভার নিল সিআইডি। সিআইডির এক কর্তা জানিয়েছেন, বিষ্ণুপুর থানায় দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতে তদন্ত করছিল থানা। সেই তদন্তভার সিআইডি নিয়েছে।