আসানসোলে সিবিআই বিশেষ আদালতে তোলা হল অনুব্রত মণ্ডলকে৷ আদালতে তোলার সময় বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ নেতাকে দেখে তুমুল বিক্ষোভে ফেটে পড়েন বিজেপি ও সিপিএম সমর্থকরা৷ অনুব্রতর দিকে নকুলদানা ও বাতাসা ছুড়তে থাকেন তাঁরা ৷ গাড়ি থেকে নামিয়ে তৃণমূল নেতাকে আদালতে ঢোকানের সময় তাঁকে জুতো দেখিয়ে গরু চোর স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারীরা ৷ বীরভূম থেকে ইসিএল-এর কুলটির শীতলপুর গেস্ট হাউসে নিয়ে যাওয়া হয় অনুব্রত মণ্ডলকে ৷ সেখানে তাঁকে রাখা হয় প্রায় আড়াই ঘণ্টা ৷ মনে করা হচ্ছে সেখানে তাঁকে মধ্যাহ্নভোজ করানো হয় ৷ হয় স্বাস্থ্য পরীক্ষা ৷ এরপর বিকেল পৌনে চারটে নাগাদ আনুষ্ঠানিক ভাবে অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করা হয় বলে সিবিআই জানিয়েছে ৷ সেখান থেকে বিকেল ৫ঃ০৫ মিনিটে আসানসোলে সিবিআই বিশেষ আদালতে নিয়ে যাওয়া হয় ধৃত তৃণমূল নেতাকে ৷ সেই সময় আসানসোল আদালত চত্বর ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা হয় ৷ কমব্যাট ফোর্স নামানো হয় ৷ আদালতে ডিসি ব়্যাংকের পুলিশ আধিকারিকদের মোতায়েন করা হয়েছিল ৷ তারই মধ্যে অনুব্রত মণ্ডল আদালতে ঢোকার মুখে বিজেপি ও সিপিএম কর্মীরা তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন ৷ তাঁকে লক্ষ্য করে ছোড়া হয় নকুলদানা ও বাতাসা ৷ গাড়ি থেকে নামিয়ে আদালতে ঢোকানোর সময় অনুব্রতকে দেখিয়ে জুতো তুলে বিক্ষোভ দেখাতে থাকেন উপস্থিত বিজেপি ও সিপিএম সমর্থকরা ৷ কড়া নিরাপত্তার ঘেরাটোপে কোর্টরুমে নিয়ে যাওয়া হয় অনুব্রত মণ্ডলকে ৷


