কলকাতা

আরজি কর-কাণ্ডে নিরাপত্তারক্ষীদের জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের

রজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের বেশ কয়েকজন নিরাপত্তারক্ষীকে জিজ্ঞাসাবাদ করল সিবিআই ৷ আরজি করে চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ ও খুনের মামলায় ওই নিরাপত্তারক্ষীদের শুক্রবার জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা ৷ এর আগে গতকাল, বৃহস্পতিবার ওই হাসপাতালের বেশ কয়েকজন নার্সকে ডেকে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই ৷ উল্লেখ্য, গত 9 অগস্ট সকালে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের জরুরি বিভাগের চারতলার সেমিনার রুম থেকে এক চিকিৎসক পড়ুয়ার দেহ উদ্ধার হয় ৷ অভিযোগ ওঠে, ওই তরুণী চিকিৎসককে ধর্ষণের পর খুন করা হয়েছে ৷ এই নিয়ে বিক্ষোভে উত্তাল হয় কলকাতা ৷ তদন্ত শুরু করে পুলিশ৷ কিন্তু পুলিশের বিরুদ্ধে প্রাথমিকভাবে তদন্তে গাফিলতির অভিযোগ তোলেন জুনিয়র চিকিৎসক ও নির্যাতিতার পরিবার ৷পুলিশ সিসিটিভি ফুটেজ ও পারিপার্শ্বিক তথ্যপ্রমাণের ভিত্তিতে সঞ্জয় রায় নামে এক সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করে ৷ পরে আদালতের নির্দেশে এই মামলার তদন্তভার যায় সিবিআইয়ের হাতে৷ সিবিআই সঞ্জয়ের বিরুদ্ধে চার্জশিট দেয় ৷ গত জানুয়ারিতে শিয়ালদা আদালত সঞ্জয়কে আরজি কর ধর্ষণ-খুনের মামলায় আমরণ কারাবাসের সাজা দেয় ৷ সেই রায়ের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে পালটা মামলা হয় ৷ সঞ্জয়ের ফাঁসির সাজা চেয়ে ওই মামলা হয়েছে ৷ পাশাপাশি নতুন করে সিবিআই তদন্তের দাবিতেও সরব হয়েছেন নির্যাতিতার মা ও বাবা ৷ তাঁরা হাইকোর্টে এই নিয়ে মামলা করেন ৷ সুপ্রিম কোর্টেরও দ্বারস্থ হন ৷ মামলাটি হাইকোর্টকে শুনতে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত ৷ এই পরিস্থিতিতে চলতি সপ্তাহে নতুন করে গতি পেয়েছে সিবিআইয়ের তদন্ত ৷ বৃহস্পতিবার বেশ কয়েকজন নার্সকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয় ৷ সিবিআই সূত্রে খবর, ওই নার্সরা ঘটনার রাতে ডিউটিতে ছিলেন ৷ তাই তাঁরা এই বিষয়ে ঠিক কী কী জানেন, তা বয়ান আকারে রেকর্ড করা হয় ৷ তার পরই শুক্রবার ডেকে পাঠানো হয় আটজন নিরাপত্তারক্ষীকে ৷ তাঁরাও সেই সময় হাসপাতালে নিরাপত্তার দায়িত্বে ছিলেন বলে সিবিআই জানতে পেরেছে ৷ সেই কারণে তাঁদের ডাকা হয়েছিল ৷ এবং তাঁদেরও বয়ান এদিন রেকর্ড করেছেন তদন্তকারীরা ৷ সিবিআই সূত্রে খবর, প্রত্যেকের বয়ান খতিয়ে দেখা হচ্ছে ৷ একজনের সঙ্গে আরেকজনের বয়ান মিলিয়ে দেখা হচ্ছে ৷ কোনও অসঙ্গতি পেলে আবার এই নিরাপত্তারক্ষী বা নার্সদের তলব করা হতে পারে ৷তদন্তকারীদের সূত্র থেকে আরও জানা গিয়েছে যে এদিন নিরাপত্তারক্ষীদের বেশ কিছু প্রশ্ন করা হয় ৷ তাঁদের কাছে জানতে চাওয়া হয় যে, গত 8 অগস্ট রাত থেকে দেহ উদ্ধারের সময় অর্থাৎ 9 অগস্ট সকাল পর্যন্ত আরজি কর হাসপাতালে ক্যাম্পাসের নিরাপত্তার দায়িত্বে কোন নিরাপত্তারক্ষী কোথায় ছিলেন ? তাঁরা কেউ সঞ্জয় রায়কে দেখেছিলেন কি না ? ঘটনার আগেও সঞ্জয় রায়কে ওই হাসপাতালে ঘুরতে দেখা গিয়েছিল কি না ? আরজি কর হাসপাতালে কীভাবে একজন সিভিক ভলান্টিয়ার প্রবেশ করতে পারতেন এবং তাঁকে কখনোই আটকানো হত না কেন ? কার মদতে সিভিক ভলান্টিয়ারদের এত ক্ষমতা ছিল ?