জেলা

গরুপাচার কাণ্ডে এবার অনুব্রতর দিদি শিবানী ঘোষের বাড়িতে সিবিআই তল্লাশি

ফের বীরভূমে হানা দিয়ে তল্লাশি চালাল সিবিআই। এদিন গুরুপল্লি এলাকায় শিবানী ঘোষ নামে এক মহিলার বাড়িতে চালানো হয় তল্লাশি। জানা গিয়েছে, পরুপাচার মামলার তদন্তেই হানা দেওয়া হয়েছে। শুধু তাই নয়, অনুব্রত মণ্ডলের বেআইনি সম্পত্তি’র খোঁজ করা হচ্ছে বলেও জানা গিয়েছে। জানা গিয়েছে, অনুব্রত মণ্ডলের দিদি তিনি। শুধু তাই নয়, জেলা প্রাথমিক শিক্ষা সংসদের প্রাক্তন চেয়ারম্যান রাজা ঘোষের মা-ও তিনি। প্রসঙ্গত, সম্প্রতি ভুবনডাঙা শিব-শম্ভু রাইস মিলে তল্লাশি চালিয়েছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। ওই মিলের মালিকের জায়গায় নাম রয়েছে শিবানী’র স্বামী কমলকান্ত ঘোষের। অন্যদিকে, এদিনই বোলপুরের নানুরে পূর্ত কর্মাধ্যক্ষ কেরিম খানকে জেরা করে সিবিআই। আরও জানা গিয়েছে, জিজ্ঞাসাবাদ করা হয়েছে বোলপুরে অবস্থিত একাধিক বেসরকারি ব্যাঙ্কের বেশ কয়েকজন কর্মীকেও। সকলকেই জেরা করা হয়েছে পূর্বপল্লি গেস্ট হাউসে।টানা দেড় ঘণ্টার তল্লাশির পরে অনুব্রত মণ্ডলের দিদি শিবানী ঘোষের বাড়ি থেকে সিবিআই দুই আধিকারিক ও ব্যাঙ্কের আধিকারিক বেরোন। যদিও তারা আপাতত এই তল্লাশি ও জেরা প্রসঙ্গে মুখে কুলুপ এঁটেছেন। আর কিছু বলতে রাজি হননি কেউই।