নিয়োগ দুর্নীতির তদন্তে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে সিবিআই হানা ৷ জানা গিয়েছে, শিলিগুড়ি ও কলকাতার দুটি জায়গা ছাড়াও আরও বেশ কয়েকটি জায়গায় হানা সিবিআই-এর। সেখানে ইডি টিমও যাচ্ছে বলে জানা গিয়েছে। সেই সূত্রেই উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে গিয়েছে সিবিআই। সেখানে সিবিআইয়ের ১০-১২ সদস্যের টিম গিয়েছে বলে জানা গিয়েছে। এসএসসি দুর্নীতি নিয়ে তদন্তের সূত্রে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুবীরেশ ভট্টাচার্যের আবাসন ও চেম্বারে যৌথ হানা।