কলকাতা

পুর ও নগরোন্নয়ন দফতর সহ একাধিক জায়গায় সিবিআই হানা

পুর নিয়োগ দুর্নীতির তদন্তে নেমেছে সিবিআই। বুধবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কলকাতা সহ রাজ্যের একাধিক পুরসভাতে ম্যারাথন তল্লাশি চালানো শুরু করে। এদিন আধিকারিকরা তল্লাশি চালান ধৃত অয়ন শীলের বাড়ি এবং অফিসেও। সূত্রের খবর, ১৬টি দলে ভাগ হয়ে রাজ্য জুড়ে তল্লাশি চালাচ্ছেন প্রায় ১০০ আধিকারিক। জানা গিয়েছে, আজ সকাল সাড়ে ৬টা নাগাদ ৪০ জনের একটি দল নিজাম প্যালেসে আসে। তারপরেই কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে শুরু হয় অভিযান। তল্লাশি চলে সল্টলেকে অবস্থিত রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতর- ‘নগরায়ন’-এও। উত্তর দমদম, দক্ষিণ দমদম, নিউ ব্যারাকপুর, কাঁচরাপাড়া, হালিশহর, পানিহাটি, টিটাগড়, কৃষ্ণনগর, শান্তিপুর সহ প্রায় ১৪টি পুরসভায় তল্লাশি চলছে। উল্লেখ্য, গত ১৯ মার্চ অয়ন শীলকে গ্রেফতার করেছিল ইডি। ইডি’র দাবি ছিল, নিয়োগ দুর্নীতি হয়েছে পুরনিগম এবং পুরসভাতে। আদালতের নির্দেশে পুরনিয়োগ দুর্নীতির তদন্তভার নেয় সিবিআই।