জেলা

রাজ্যের আইন মন্ত্রী মলয় ঘটকের বাড়িতে সিবিআই হানা, প্রতিবাদে বিক্ষোভ তৃণমূল কর্মীদের

রাজ্যের আইন মন্ত্রী মলয় ঘটকের বাড়িতে সিবিআই হানা । বুধবার সকাল ৮ টায় আসানসোলের চেলিডাঙায় মলয় ঘটকের পৈতৃক বাড়ি এবং আপকার গার্ডেনে তাঁর দফতর ও নতুন বাড়িতে পৌঁছল সিবিআইয়ের বিশেষ দল । এছাড়া ভোটের সময় সায়নী ঘোষের জন্য একটি বাড়ি নেওয়া হয়েছিল । সেখানেও হানা দেয় সিবিআই । বেশ কয়েকটি দলে ভাগ হয়ে অভিযান চালান কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা ।  আসানসোলের চেলাডাঙা, আপকার গার্ডেন ইস্ট এবং আপকার গার্ডেন ওয়েস্টের বাড়ি, অফিস এবং দলীয় কার্যালয়ে চলছে তল্লাশি। আপকার ওয়েস্টের বাড়িতে সস্ত্রীক মন্ত্রীর বাস। সেখানে আপাতত মন্ত্রীর স্ত্রী রয়েছেন। সেই বাড়িতে যখন তল্লাশি চলছে ঠিক সেখান থেকে ৫০ মিটার দূরে বিক্ষোভ দেখাচ্ছেন তৃণমূল কর্মী-সমর্থকরা। এলাকায় কেন্দ্রীয় বাহিনীও মোতায়েন করা হয়েছে । অন্যদিকে, কয়লাপাচার কাণ্ডে (Coal Smuggling Case) মন্ত্রী মলয় ঘটকের সঙ্গে যুক্ত এমন অভিযোগে আলিপুরের এক ব্যবসায়ীর বাড়িতেও সিবিআই হানা দিয়েছে ৷ সেই বাড়িতে বেশ কিছু আলমারি রয়েছে বলে সিবিআই সূত্রে খবর ৷ সেগুলিতে কী আছে তা জানতে চান তদন্তকারীরা । বেলা বাড়তে রাজভবনের কাছে মন্ত্রী আবাসনেও অভিযান চালায় সিবিআই ৷ সেখানে মলয় ঘটকের সরকারি বাসভবনে তল্লাশি চলছে বলে সিবিআই সূত্রে খবর ৷