জেলা

পশুখাদ্য মামলায় দোষী সাব্যস্ত লালু প্রসাদ যাদব

পশুখাদ্য কেলেঙ্কারির মামলায় দোষী সাব্যস্ত হলেন লালুপ্রসাদ যাদব। আজ পঞ্চম পশুখাদ্য কেলেঙ্কারির অভিযোগে দোষী সাব্যস্ত হলেন তিনি। ঝাড়খণ্ডের রাঁচিতে এক বিশেষ সিবিআই আদালত এদিন তাঁকে ডোরান্ডা ট্রেজারি মামলায় ১৩৯.৩৫ কোটি টাকা জালিয়াতির অভিযোগে দোষী সাব্যস্ত করল। ইতিমধ্যেই পশুখাদ্য কেলেঙ্কারির আরও চারটি মামলায় দোষী সাব্যস্ত হয়েছিলেন লালুপ্রসাদ। শুনানির সময় আদালতে শারীরিকভাবে উপস্থিত থাকার জন্য রবিবারই রাঁচিতে এসেছিলেন আরজেডি সুপ্রিমো। গত ২৯ জানুয়ারি, বিশেষ সিবিআই বিচারক এসকে শশীর আদালত ডোরান্ডা কোষাগার আত্মসাতের মামলার শুনানি শেষ করেছিল। লালুপ্রসাদ সহ ৯৯ জন অভিযুক্তের বিরুদ্ধে শুনানি চলছিল। ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে এই মামলার শুনানি শুরু হয়েছিল। রায়ের ঘোষণার দিন সব আসামিকেই আদালতে হাজির থাকার নির্দেশ দেওয়া হয়েছিল। এই মামলার মূল ১৭০ জন আসামির মধ্যে ৫৫ জনের মৃত্যু হয়েছে। সাতজন রাজসাক্ষী হয়েছেন, দুজন তাদের বিরুদ্ধে থাকা অভিযোগ স্বীকার করে নিয়েছেন এবং ছয়জন পলাতক। লালুপ্রসাদ ছাড়াও এই মামলায় মূল অভিযুক্তদের মধ্যে প্রাক্তন সাংসদ জগদীশ শর্মা, তৎকালীন পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান ধ্রুব ভগত, পশুপালন দফতরের সচিব বেক জুলিয়াস এবং পশুপালন দফতরের ডেপুটি ডাইরেক্টর ডঃ কে এম প্রসাদের মতো হেভিওয়েটদের নাম ছিল।