দেশ

‘ইন্ডিয়া জোট পাবে ২৯৫ এর থেকেও বেশি আসন’, জোটের বৈঠকের পর দাবি মল্লিকার্জুন খাড়্গের

তবে কি ইন্ডিয়া জোটই তৈরি করছে দেশের সরকার? হতে চলেছে পালাবদল! ‘ইন্ডিয়া’ জোট ২৯৫ এর বেশি আসন জিতছে বলে আশা প্রকাশ করলেন জোটের নেতারা। শনিবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গের বাসভবনে ‘ইন্ডিয়া’ জোটের বৈঠকের পর এমনই দাবি করেন নেতারা। বৈঠক শেষে যৌথভাবে সাংবাদিকদের খাগড়ে দাবি করেন, ‘ইন্ডিয়া’ জোট ২৯৫ বেশি আসন জিতছে। এটি একটি পাবলিক জরিপ। ভারতে কোয়ালিশন সরকার গঠন হবে ৪ জুন। কংগ্রেস সভাপতির বক্তব্য, আমরা আজ একটি মিটিং করেছি যেখানে আমরা অনেক বিষয় নিয়ে কথা বলেছি। বিশেষ করে নির্বাচন নিয়ে আমরা নির্বাচনের সময় জোটের দুর্বলতার কথা বলেছি এবং এ সময় আমরা কী শিক্ষা নিয়েছি! এ নিয়েও আলোচনা করেছেন। পশ্চিমবঙ্গ-সহ দেশের সাতটি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভোট হয়েছে‌। একইসঙ্গে হয়েছে খাড়্গের বাড়িতে ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক। বৈঠক শেষে উপস্থিত সংবাদ মাধ্যমকে রীতিমতো আত্মপ্রত্যয়ী কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি বলেন, এই লোকসভা নির্বাচনে ইন্ডিয়া জোট ঝুলিতে তুলবে ২৯৫-এর থেকেও বেশি আসন। দেশে লোকসভায় আছে ৫৪৩টি আসন। সরকার গড়তে আসন দরকার ২৭২টি। যাকে বলা হয় ম্যাজিক ফিগার। নিজের দাবির স্বপক্ষে খাড়্গের যুক্তি, জোটের নেতাদের সঙ্গে কথা বলেই তিনি এই সংখ্যার আসনের কথা বলছেন। একইসঙ্গে তিনি জানিয়েছেন, জোটের নেতৃবৃন্দ তাঁদের প্রার্থীদের উদ্দেশ্যে জানিয়েছেন, জেতার পর সার্টিফিকেট হাতে না পাওয়া পর্যন্ত গণনা কেন্দ্র না ছাড়তে।