সন্দীপ ঘোষের বিরুদ্ধে ওঠা আর্থিক দুর্নীতির তদন্তভারও গতকাল সিবিআই-কে দিয়েছিল কলকাতা হাইকোর্ট৷ হাইকোর্টের নির্দেশ মেনে আজ সকালে রাজ্য সরকারের গঠিত সিটের পক্ষ থেকে সমস্ত নথি তুলে দেওয়া হল সিবিআইকে৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দুর্নীতি দমন শাখার হাতে নথি দেওয়া হয়েছে বলে সূত্রের দাবি৷ গতকালই হাইকোর্ট নির্দেশ দিয়েছিল, আরজি করের আর্থিক অনিয়মে সন্দীপ ঘোষের বিরুদ্ধে রাজ্য স্বরাষ্ট্র দফতরের গড়ে দেওয়া সিটের তদন্ত ভার সিবিআইকে তুলে দেওয়ার। সমস্ত নথি আজ সকাল ১০ টার মধ্যে সিবিআই-কে দিতে সময়সীমাও বেঁধে দিয়েছিল হাইকোর্ট। সূত্রের দাবি, সেই নির্দেশ মতোই নথি তুলে দেওয়া হয়েছে সিবিআইকে৷ নথি হাতে পেয়েই বৈঠকে বসেন সিবিআই কর্তারা। নথি খতিয়ে দেখেন লিগ্যাল সেলের অফিসাররা। কলকাতায় সিবিআই-এর দুর্নীতি দমন শাখার অফিসারের পাশাপাশি দিল্লির সদরর দফতর থেকে ভার্চুয়াল কয়েকজন অফিসারও সেই বৈঠকে ছিলেন৷ এর পর সন্দীপ ঘোষের বিরুদ্ধে এফআইআর দায়ের করে আরজি করের প্রাক্তন অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের তদন্ত শুরু করে সিবিআই৷