জেলা

সন্দেশখালি কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য আরও ১৬ জনকে তলব করল সিবিআই

সন্দেশখালিতে ইডির উপর হামলার ঘটনায় আরও ১৬ জনকে তলব করল সিবিআই। ৫ জানুয়ারি সন্দেশখালিতে কী ঘটেছিল?‌ শাহজাহানকে পালাতে সাহায্য করেছিলেন কারা? সে বিষয়ে তথ্য পেতেই এই তলব বলে সিবিআই সূত্রে খবর। প্রসঙ্গত, রেশন দুর্নীতি মামলার তদন্তে চলতি বছরের ৫ জানুয়ারি সন্দেশখালিতে শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে যান ইডি আধিকারিকরা। কিন্তু বাড়িতে ঢোকা তো দূর, বিক্ষোভের মুখে পড়েন ইডি আধিকারিকরা। এই ঘটনার পর রাজ্য রাজনীতির শিরোনামে চলে আসে সন্দেশখালি। ক্ষোভে ফেটে পড়েন সন্দেশখালির মহিলাদের একাংশ। তারপর জল গড়ায় অনেকদূর। ঘটনার প্রায় দুই মাসের মাথায় গ্রেপ্তার হন শাহজাহান। বর্তমানে জেল হেফাজতে রয়েছে সে। সন্দেশখালি কাণ্ডের তদন্ত চালাচ্ছে সিবিআই। একাধিক ব্যক্তিকে তলব করা হয়েছে। এবার আরও ১৬ জনকে তলব করা হল।