তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিশ পাঠাল সিবিআই। জানা গিয়েছে, আগামী শনিবার হাজিরা দেবেন তিনি। আগামিকাল সকাল ১১ টায় নিজাম প্যালেসে হাজিরা দেবেন ডায়মন্ড হারবারের সাংসদ। জানা গিয়েছে, আজ দুপুর তিনটে নাগাদ তাঁকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা নোটিশ পাঠিয়েছে।