জেলা

বিস্ফোরণ কাণ্ডের জেরে বদলি এগরার আইসি মৌসম চক্রবর্তী

বোমা বিস্ফোরণের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এগরার খাদিকুল কাণ্ডের পর সরানো হলো আইসি মৌসম চক্রবর্তীকে। নতুন আইসি হলেন স্বপন গোস্বামী। উল্লেখ্য, স্বপন গোস্বামী আগেও সামলেছেন এগরা থানার আইসি পদ। জানা গিয়েছে, মৌসম চক্রবর্তীর বদলি হয়েছে হুগলি গ্রামীণ জেলার সাইবার ক্রাইম থানায়। প্রসঙ্গত, বোমা বিস্ফোরণের পরে মুখ্যমন্ত্রী ক্ষোভ প্রকাশ করেছিলেন আইসি’র প্রতি। বলেছিলেন, এই বিষয়ে আইসির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ক্ষুব্ধ মুখ্যমন্ত্রীর সাংবাদিক বৈঠকে বক্তব্য ছিল, এত বড় বেআইনি কারখানা চলছিল তবু আইসির কাছে খবর নেই। বলেন, আইসি’র উচিৎ ছিল জানানো। তাঁর প্রশ্ন ছিল, টহলদারি নেই কেন? আরও প্রশ্ন, বারবার পূর্ব মেদিনীপুরেই বিস্ফোরণ হচ্ছে কেন? ষড়যন্ত্রের অভিযোগ তুলেছিলেন তিনি।