নির্বাচন পরবর্তী হিংসার মামলায় আবার মাঠে নেমেছেন সিবিআইয়ের আধিকারিকরা। শুক্রবার সকালেই ভোট পরবর্তী সন্ত্রাসের ঘটনায় কলকাতার কাঁকুড়গাছির নিহত বিজেপি কর্মী অভিজিৎ সরকারের খুনের ঘটনায় অভিযুক্ত ৫ জনকে ফেরার ঘোষণা করেছে সিবিআই। পাশাপাশি পলাতকদের মাথাপিছু ৫০ হাজার টাকা করে পুরস্কারও ঘোষণা করা হয়েছে। শুক্রবার দুপুরেই সিবিআই তলব করে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডলকে । বীরভূমের বিজেপি কর্মী গৌরব সরকার খুনের ঘটনায় তলব করা হয় তাঁকে। সূত্রে খবর, যে আবারও তারা অনুব্রত মণ্ডলকে হাজিরার সমন পাঠাবেন। এর আগেও গরু পাচারের তদন্তে অনুব্রত মণ্ডলকে ডেকে পাঠায় সিবিআইয়ের আধিকারিকরা। তখন তাঁকে কলকাতার নিজাম প্যালেসের সিবিআই অফিস ডেকে পাঠানো হয়।